Sunday, 4 August 2013

বৃষ্টি তুমি পাহাড়ি গান গেয়ে,
অলস চোখে ঘুম নামিয়ে গেলে
বৃষ্টি তোমার জলো শরীর শীতল,
ঘুমের ভিতর কাঁপন জাগায় বুকে
পূব বাতাসে বৃষ্টি মেয়ের আঁচল,
জানলা বেয়ে জড়ায় চোখে মুখে
বৃষ্টি পরী হারিয়ে যেও না,,
বৃষ্টি ঝরো আরও কিছুক্ষণ
ধূসর শহর ভালো লাগে না,
পাশে তোমায় চাইছি তাই এখন
আকাশ জোড়া স্বপ্ন মেঘের নাও
স্বপ্নগুলোর আকাশে বাড়ি
বৃষ্টি যদি আমায় ছুঁয়ে দাও,,
এক নিমিষে স্বপ্ন ছুঁতে পারি ।।

=====================================


মনটা আমার ভালো লাগে ,
দেখলে তোমার হাসি ..
বলতে আমার ভালো লাগে ,
তোমায় ভালবাসি ..
গাইয়ে আমার ভালো লাগে ,
তোমার সাথে গান ..
দেখতে আমার ভালো লাগে ,
তোমার অভিমান ...............
=================================



~~আমাদের ছোট বেলা~~

ছোট্ট ছোট্ট ছেলে গুলো,
খেলছে খোলা মাঠে
জীবনের দুঃখ গুলো সরিয়ে,
তারা আনন্দেতে মাতে
হৈ হৈ করে বেড়ায় তারা
সকাল সন্ধ্যে রাতে
প্রতিটি ঘরে তারা তাদের্
দুষ্টুমিতে ভরিয়ে রাখে
ছোট্ট বেলা তাই স্মরনীয় 
হয়ে রয় সকলের- কাছে
====================================


~~একা লাগে ভিষণ~~

যখন একা লাগে ভিষণ
কাছে পাই তোমায়
যখন বুক ফাটে বেদনায়
তুমি বুকে টেনে জরাও
যখন দুই চোখ বেয়ে ঝরে জল্
মুছিয়ে দাও তুমি তোমার স্পর্শে
যখন- তোমায় অনুভব করি
তুমি ধরা দাও আমার কাছে
ছেড়ে যদি চলে যাও কভু
আমায় একলা রেখে,
বড়ো একা হয়ে যাব আমি
তোমায় না দেখে
=======================================



আমার একাকী কষ্টরা,
কেন রাতের পর রাত তোমরা একলা জেগে রও?
ঘুমিয়ে পড়ে শুকতারাটি,
ঘুমিয়ে পড়ে অষ্টমীর চাঁদ
তবু কেনো তোমরা জেগে রও?
নির্ঘুম চোখে ঝোরো ঝোরো বর্ষায়
শ্রাবণের জলের মত ঝরছো অনর্গল!
বিমুগ্ধ রজনী চলে যায়
চলে যায় সোনা ঝরা দিন
তবু কেন তোমরা ছেড়ে যাও না?...
================================


~~প্রদীপের- শিখা~~

প্রদীপের শিখা দিয়ে
আমায় দীপ্তিময় করো
আলোর ছটায় আমায় তুমি
আলোয় আলোয় ভরো

জোৎস্না রাতে প্রদীপের রশ্মিতে
ঘর আলোকিত করো
নিজে জ্বলো তবু কোন
দুঃখ প্রকাশ করো না

নিরবে তুমি জ্বলে পুরে যাও
বুঝতে দাও না
অন্তিম সময় প্রযন্ত তুমি
আলোকিত করে যাও,
অন্যের ঘর কে তুমি
আলো দিয়ে ভরাও
=======================================


এই বাদলা দিনে
পা'য়ে রিনি-ঝিনি ছন্দ তুলে
এমন নাচেরে নাচেরে !!
আয় আয়েরে
রিম ঝিম বৃষ্টিতে ভিজে
অনুভুতির রঙে
দুলি দুলি রে !!
===================================

~~আমাদের কাছের প্রকৃতি~~

কুকুর তুই কেন করিস বলত ঘেউ ঘেউ ??
তোর জন্ন পাড়ার লোকেরা ঘুমাতে পারে না কেউ
আচ্ছা, বিড়াল তুই কেন ডাকিস মিউ মিউ ??
তোর আওয়াজ পেলেই ঘরেতে পাহারা বসায় কেউ কেউ
=======================================
জল তুই বয়ে চলিস কেন কুল কুল ??
জল বলে "আমায় নিয়েই পুর্ন এই সাত-সমুদ্র, নদী-নালা, পুল"
পাখি তুই ডাকছিস কেন পিউ পিউ ??
পাখি বলে "আমিত ডাকছি শুধু তোদেরকে.....
কিন্তু তোরা বুঝতেই পারিস না কেউ
=================================

প্রকৃতিকে কাছ থেকে দেখ
পাবি দেখতে সবাই,
আমাদের তো জীবন আছে
তাই তো আমরাও বাচতে চাই
=======================================
























No comments:

Post a Comment