শত কষ্টের মাঝেও একজন মা তার
সন্তানের কোন অবহেলা সহ্য করেন না।
এই মা তার
সন্তানকে যেভাবে আগলে রেখেছেন
এই সন্তানটি কি বড় হয়ে তার
মাকে এভাবে আগলে রাখবে?
===========================================
আমার সৃষ্টিতে
তোমায় ডাকি বার বার
তুমি আমার প্রাণ পাখি
মনের সাথী ।
আমার ভাবনায়
তুমি যদি থাক জরিয়ে
আমায় অবাক করে দিয়ে
ঝরাও কথামালা ,সুন্দর ভাব
আর শব্দের বিন্যাসে রচিত হয়
অপূর্ব লেখনই ,
তাই তোমায় ভাবতে চাই
দিলে দিলে
একান্তে !!
==========================================
সবাই যখন অসাধারণ এর পিছনে ছুটতে ব্যস্ত,
ঠিক তখনও আমি "খুব সাধারণ" কোন একজনের অপেক্ষায় পথ চেয়ে রই ।
========================================================
দিনের শেষে আমিও একা
তুমিও ভাবছো একাকী,
ভুল বুঝে পালিয়ে গেছো
বন্ধু, হবে আর দেখা কি ?
========================================
মাটিতে তোর পা পড়ে না
রূপের দেমাগে,
বুঝলি নাতো বোকা মেয়ে
সবচে' প্রেম আগে ।
======================================================
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।
=============================================
ইচ্ছে করেই বারবার
করি "প্রিয় ভুল",
গুজে দেই তোর চুলে
রক্ত জবা ফুল ।
ইচ্ছে করেই বারবার
করি "প্রিয় ভুল",
গুজে দেই তোর কানে
মেঠো ঘাসফুল ।
================================================
~~মাঝি রে~~
ও মাঝি রে, নাও বাইয়া যাও ॥
ও মাঝি রে, একটু দাড়াইয়া যাও ॥
ও মাঝি রে, আমার কথা কি তুমি শুনতে পাও ॥
ও মাঝি রে, তুমি একটি বার আমার কাছে ধরা দাও ॥
==================================================================
আমি তার চোখেই
দেখেছি, সোনালি কুয়াশা।
ছুঁয়েছি, তার ঠোঁটে
নিশীথের নেশা!
=================================================================
"গত রাতে আকাশে এতো এতো তারা ছিলো।
অদ্ভুত সুন্দর।
অনেক রাত পর্যন্ত জানলা দিয়ে তারা দেখেছি বসে বসে"...
অদ্ভুত সুন্দর।
অনেক রাত পর্যন্ত জানলা দিয়ে তারা দেখেছি বসে বসে"...
===============================================
~~ফুলের বেদনা~~
একটি গলাপ ফুল যার মধেও আছে অনেক প্রান ।
একটি গলাপ ফুল যার মধেও আছে অনেক প্রান ।
তাকে গাছ থেকে ছিরে নিয়ে আমরা করি প্রেম নিবেদন ।
কিন্তু এ যে গাছেদের-ই ফল, একটি ফুল গাছের-ই সন্তান ।
মা এর কাছ দিয়ে তার জিবনের বাগানটিকে শুন্য করে কেড়ে নি আমরাই ।
ভাবি না তাদের দুঃখের অর্তনাদ চিৎকার ।
নিজেদের নিয়ে হয়ে পরি বেস্ত ।
কখন কি আমরা একটি বারও ভাবতে পারি না তাদের কষ্ট ।
=============================================
আষাঢ়ের অবিরাম বর্ষণে দেহমন ছিল সিক্ত
আষাঢ় চলে যাচ্ছে
তাই সিক্ত সুখের বারতা রেখে দিবো
উত্তপ্ত দেহের ভাঁজ ।
==========================================
সব ই তো বলে দিয়েছি
কিছুই নেই যে বলার বাকি।
তুমি বিনে এই জীবনে
আমার ষোল আনাই ফাঁকি।।
========================================================
No comments:
Post a Comment