Sunday 4 August 2013


কিসের এমন প্রেরণা পেয়েছে মন 

নষ্ট আঁধারে শ্রেষ্ঠ বাসনা খোঁজে ।

বুকের অসুখে সুখের স্বপ্ন লিখে 

তবু সে ভাসায় বেহুলার সাম্পান ?
=========================================
খোঁপায় কদমফুল গুঁজে এসে 
সবটুকু রোদকে বিবর্ণ করে দিলে ! 
উপযাচকের মত পুরো শহরের মত 
আমিও তোমাকে দেখলাম । 
এত ভীড়ে হয়ত শুনত পাও নি 
আমার উচ্চারিত শব্দ ??? 

আমি তাকিয়ে দেখলাম ডালে বসা পাখিটাকে 
জেগে আছে অনিঃশেষ প্রেমে কি বিরহে ।
আসলে কদম এক আশ্চর্য ফুল 
ভীষণ এক কাঁদতে না পারা !!
==========================================
একটি চুম্বন , 
আলিঙ্গনের জন্য আমি অপেক্ষা করে আছি অনন্তকাল 
এই সীমাহীন রাস্তার উপর 
এই সীমাহীন রাস্তা দিয়ে চলে গেছে আমার 
শৈশব ,কৈশোর , যৌবন !!!!!!!! 

বার্ধক্য আজ মৃত্যুর দিকে ধাবিত করছে ? 
অপেক্ষার প্রহর বুঝি আজও ফুরাল না ?
============================================
যারা ভাঙে ,
 ভেঙে যারা ভাবে যে বেড়িয়ে এসেছে 
মূলত তারাও জড়িয়ে যায় কোন না কোনোভাবে 
আরেক শৃঙ্খলে !!!
=============================================

তুমি এলে ভাঙনের ইতিহাস ভুলে 

ভালোবাসি লিখে গেলে ঢেউয়ের আঙুলে !
============================================

~~ভালোবাসতে চাই~~ 

কখনো বাসি নি ভালো ; বাসলে তো সারাক্ষণ কুয়াশায় ঘোরে 
থাকতাম ; পাখিদের মনে হতো লাল , নীল সুর , খুব ভোরে 
উঠে সূর্যে দেখতাম লাল রক্তজবা , ঘাসের সবুজে 
আপাদমস্তক নগ্ন প'ড়ে থাকতাম দুই চোখ বুজে 
তাকে খুঁজে খুঁজে ; হাঁটতাম পথে পথে কেঁপে কেঁপে 
নাম জ'পে জ'পে , কখনোও মেপে মেপে , 

সাবধানে , পা ফেলতাম না রাস্তায় ; দুর্ঘটনারত ট্রাক দেখে 
মালা ভেবে বুকের ওপরে তাকে আনতাম ডেকে ।
...
যদি ভালোবাসতাম , তাহলে কি দাড়ি কামাতাম? জুতো পায়ে
বেরোতাম পথে ? চুল আঁচড়াতাম ? পরতাম গায়ে
শীত গ্রীষ্মের শার্ট, প্যান্ট , জামা? তাহলে কি পাগল যুবক
লিখতাম শুদ্ধ গদ্য ? পাদটীকাসহ সন্দর্ভপুস্তক?

ভালোবাসলে কী ক'করে একটানা ঘুমোলাম এতোগুলো রাত,
যখন থাকার কথা জেগে , হৃদপিণ্ড হঠাৎ
কারো মুখ দেখে যখন কাঁপার কথা ভূমিকম্পে , তখন কী করে
ঘুমোলাম মধ্যরাতে , একটায় , দুটোয়,প্রহরে প্রহরে ?

পাগল হই নি কখনো , কোনোদিন ভালোবাসি নাই ,
আজ মনে হয় একটু পাগল হই , রাস্তায় জড়িয়ে ধরে চুমো খেয়ে
বলি , 'আমি ভালোবাসি ,তোমাকেই ' !

==============================================

কৈশোরকে মনে করিয়ে দেয় , সেই সপ্নাতুর সময়!
ম্যারি অ্যান - অঞ্জন দত্ত

কালো সাহেবের মেয়ে
ইশকুল পালিয়ে
ধরতে তোমার দুটো হাত
কত মার খেয়েছি
মুখ বুজে সয়েছি
অন্যায় কত অপবাদ
... বয়স তখন ছিলো
পনেরো তাই ছিলো
স্বপ্ন দেখার ব্যারাম
মাথার ভেতর ছিলো
এলভিস প্রিসলি
খাতার ভেতর
তোমার নাম

ম্যারি অ্যান
ম্যারি ম্যারি অ্যান
ম্যারি অ্যান মারি

করে সব এলোমেলো
এলভিস চলে গেলো
কেটে গেলো বছর অনেক
তোমারও মামা কাকা
একে একে পাড়ি দিল
সব্বাই মিলে বিলেত
রয়ে গেলে তোমরা
আকড়ে রিপন স্ট্রিট
দু’টো ঘর সিড়ির তলায়
নোনা দেয়াল থেকে
যীশু ছলছল চোখে
হাত তুলে আশ্বাস দেয় এখনো

ম্যারি অ্যান
ম্যারি ম্যারি অ্যান
ম্যারি অ্যান মারি

রিকশায় চড়ে তুমি
দুলে দুলে চলে যাও
আমার পাড়া দিয়ে প্রায়
পাক ধরে গেছে চুলে
গাল দুটো গেছে ঝুলে
নিয়মিত অবহেলায়
কোন এক অফিসেতে
শর্ট হ্যান্ড নিতে নিতে
নখগুলো গেছে ক্ষয়ে
ছোট্ট বেলার প্রেম
আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে

ম্যারি অ্যান
ম্যারি ম্যারি অ্যান
ম্যারি অ্যান মারি

তোমার বাবা ছিল
ইঞ্জিন ড্রাইভার
আমার বনেদি ব্যবসা
বংশের ইজ্জত রাখতে হলে
বউ হতে হবে ফর্সা
বাঙ্গালীর ছেলে তাই
গলায় গামছা দিয়ে
ফেললাম করে বিয়ে
ছোট্ট বেলার প্রেম
আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে

ম্যারি অ্যান
ম্যারি ম্যারি অ্যান
ম্যারি অ্যান মারি 
!

================================================

স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি 
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত ? 

মনপোড়া তুই কি বুঝিস না !!!!

==========================================
আমার দেহে জড়িয়ে দিলে 
তোমার দেহের তাপ 
তার বদলে ছড়িয়ে দিলাম 
সাত পুরুষের পাপ ।
===========================================
তোমাদের ভালোবাসাহীনতার মধ্যে 
আমি একমাত্র ভালোবাসা 
তোমাদের নিরাবেগ উষর জমিতে 
হ্যাঁ আমি 
একখণ্ড আবেগের মেঘ । 

আমাকে উপেক্ষা করবে সে সাধ্য নেই !!!
==========================================================

গ্রহণের কাল এসেছে আজ এই জনপদে 
তাই এখানে এখন 
মানুষকে মানুষের মুখ চিনতে হলে 
নিসর্গকে ভাঙবার দরকার হবে । 
মানুষকে মানুষেরই স্বর চিনতে হলে 
প্রলয়ের কণ্ঠস্বর দরকার হবে ।
====================================================
'' বুঝি গো আমি 
বুঝি গো তব ছলনা 
যে কথা তুমি বলিতে চাও 
সে কথা তুমি বল না ''
==============================================
ইট পাথরের সভ্যতায় আজ জ্যোতিহীন প্রিয়ার চোখ 
ঠোঁটে আজ প্রবলভাবে অনুপস্থিত প্রবালের রক্ত রেশ 
তুষারের রঙ বৃথা খোজা তার বুকে 
রক্তাক্ত হৃদয় খুঁজে পায় শুধু নীল প্রতারণ!! 

তুমি নেই তাই প্রতারণা করার মত কেউ নেই এই শূন প্রান্তরে !!!
===============================================
পাখি দেখলে ,
 জোছনায় মুখ মাখলে ,
 নদীর ঢেউয়ে নীল দিগন্ত ছুঁতে চাইলে ,
''মেয়ে'' 
পায়েরনিচে মাটি শক্ত রাখিস !!!
======================================================
রোদ্দুরে তুমি হাঁটবে যখন
ছায়ামেঘ আমি হব তখন ।
===========================================
জোছনার সৈকতে , 
সেতারের সুর সঙ্গমে ,
ভাসিয়ে নেব প্রিয়ার আঁচল !
==========================================


তুমি কি মাটির মত হয়ে উঠবে রুক্ষ ,
 উদাসীন
এক ফোঁটা জল নেই বলে ।
===============================================
এমন আশ্চর্য কোন স্মৃতিচিহ্ন নেই
যা তোমাকে দিতে পারি ;
তুমি তো নিজেই স্মৃতি প্রণয় -অঙ্গুরী ,
 আমি অনামিকা থেকে
কখনো খুলিনা , কোনোদিন !!!
========================================================

অন্ধকার , 
আরো অন্ধকারে বিষণ্ণ গাছের মতো তাকিয়ে 
রয়েছি কিছু দেবে ? 
যদি দাও অদ্ভুত আলোক 
দিও ওষ্ঠে দিও বেদনা চুম্বন ।
===================================================

স্বপ্ন ডুবিয়ে নির্ভার হতে চেয়ে ,
ডুবছি এখন স্বপ্নের বোঝা বয়ে 
========================================================
তোমার স্বপ্ন দিনযাপনের ভিড়ে
হঠাৎ ফেলেছে হারিয়ে নিজের ভাষা।
তোমার নিভৃত দৃষ্টির চারিপাশে
জমেছে সোনালি প্রতারক মরিচিকা।
======================================================

ভালোবাসা যখন তোমাকে ইশারা করে , 
তখন তার সঙ্গে চলার পথ কঠিন এবং বন্ধুর হলেও তুমি তাকে অনুসরণ করো ।

তার ডানা যখন তোমাকে জড়িয়ে ধরে,
 তখন তার ডানায় লুকানো তরবারি তোমাকে আঘাত করলেও তুমি আলিঙ্গনে আত্মসমর্পণ করো ।

সে যখন কথা বলে , 
তখন তার কণ্ঠস্বরে তোমার স্বপ্ন যদি উত্তরের বাতাসে তছনছ বাগানের মতো ভেঙে যায় ,
 তবু তুমি তাকে বিশ্বাস করো ।

কারণ , 
ভালোবাসা তোমাকে যেমন রাজমুকুটে ভূষিত করে , 
তেমনি সে তোমাকে ক্রুশবিদ্ধ করে ।
==============================================
সংবেদনার রক্তে ভিজুক তোমার অহংকারী হৃদয়
ডানাভাঙা পাখির মত আমার পথচলা নিরন্তর ।
====================================================




























































No comments:

Post a Comment