Thursday, 22 August 2013

 আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,

তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,

বিস্ময়ে তাই জাগে আমার গান॥

অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটার ভুবন দোলে

নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,

বিস্ময়ে তাই জাগে আমার গান॥

ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,

ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,

ছড়িয়ে আছে আনন্দেরই দান,

বিস্ময়ে তাই জাগে আমার গান।

কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি,

জানার মাঝে অজানারে করেছি সন্ধান,

বিস্ময়ে তাই জাগে আমার গান॥

রাগ: মিশ্র কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
=======================================
পুষ্প দিয়ে মার যারে

চিনল না সে মরণকে।

বাণ খেয়ে যে পড়ে, সে যে

ধরে তোমার চরণকে।

সবার নীচে ধুলার 'পরে

ফেল যারে মৃত্যু-শরে

সে যে তোমার কোলে পড়ে--

ভয় কী বা তার পড়নকে।

আরামে যার আঘাত ঢাকা,

কলঙ্ক যার সুগন্ধ,

নয়ন মেলে দেখল না সে

রুদ্র মুখের আনন্দ।

মজল না সে চোখের জলে,

পৌঁছল না চরণতলে,

তিলে তিলে পলে পলে

ম'ল যেজন পালঙ্কে।
============================================
যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,

দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে ॥

যাবার বেলা সহজেরে

যাই যেন মোর প্রণাম সেরে,

সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে ॥

খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,

সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।

নিত্য যাহার থাকি কোলে

তারেই যেন যাই গো ব'লে--

এই জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে ॥

রাগ: মূলতান-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ অগ্রহায়ণ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ নভেম্বর, ১৯২৬
রচনাস্থান: পিরিউস
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
===========================================
আমি ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে--

এমন হাওয়ার মুখে ভাসল তরী,

কূলে ভিড়ব না আর, ভিড়ব না রে॥

ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে, তাই খুঁটে আজ মরব কি রে--

এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি

বেড়া ঘিরব না আর, ঘিরব না রে॥

ঘাটের রশি গেছে কেটে, কাঁদব কি তাই বক্ষ ফেটে--

এখন পালের রশি ধরব কষি,

এ রশি ছিঁড়ব না আর ছিঁড়ব না রে!

রাগ: খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
=========================================
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে

দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে ॥

আবার জলে ভাসাই ভেলা, ধুলার 'পরে করি খেলা গো,

হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ॥

কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি,

আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি।

আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে গো,

নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥

রাগ: কালাংড়া
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: বুদ্ধগয়া
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
===========================================
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না--

সেই-যে আমার নানা রঙের দিনগুলি।

কান্নাহাসির বাঁধন তারা সইল না--

সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥

আমার প্রাণের গানের ভাষা

শিখবে তারা ছিল আশা--

উড়ে গেল, সকল কথা কইল না--

সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥

স্বপন দেখি, যেন তারা কার আশে

ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে--

সেই-যে আমার নানা রঙের দিনগুলি।

এত বেদন হয় কি ফাঁকি।

ওরা কি সব ছায়ার পাখি।

আকাশ-পারে কিছুই কি গো বইল না--

সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥

রাগ: ইমন-পূরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
=============================================
তুমি রবে নীরবে হৃদয়ে মম

নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥

মম জীবন যৌবন মম অখিল ভুবন

তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥

জাগিবে একাকী তব করুণ আঁখি,

তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।

মম দুঃখবেদন মম সফল স্বপন

তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥

রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
============================================
তোমারি মধুর রূপে ভরেছ ভুবন--

মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন ॥

তরুণ অরুণ নবীনভাতি, পূর্ণিমাপ্রসন্ন রাতি,

রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন ॥

তোমা-পানে চাহি সকলে সুন্দর,

রূপ হেরি আকুল অন্তর।

তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি।

উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ণ প্রেমগানে--

তোমার চরণ করেছে বরণ নিখিলজন ॥

রাগ: ঝিঁঝিট
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
=========================================
তুমি ডাক দিয়েছ কোন্‌ সকালে কেউ তা জানে না,

আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥

ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে,

তোমার মতো এমন টানে কেউ তো টানে না ॥

বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর,

বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না।

আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা,

এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না ॥

রাগ: পিলু-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
=========================================
মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি কোন্‌ নব চঞ্চল ছন্দে।

মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে॥

আসে কোন্‌ তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত,

আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে।

অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে।

অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে।

কার পদপরশন-আশা তৃণে তৃণে অর্পিল ভাষা,

সমীরণ বন্ধনহারা উন্‌মন কোন্‌ বনগন্ধে॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1919
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
=========================================
তুমি যে আমারে চাও আমি সে জানি।

কেন যে মোরে কাঁদাও আমি সে জানি ॥

এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে

ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি ॥

সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে

কত সুরে ডাক দাও আমি সে জানি।

সারা হলে দে'য়া-নে'য়া দিনান্তের শেষ খেয়া

কোন্‌ দিক-পানে বাও আমি সে জানি ॥

রাগ: ইমন-পূরবী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আষাঢ়, ১৩১১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1904
রচনাস্থান: মজঃফরপুর
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
===========================================
সুনীল সাগরের শ্যামল কিনারে

দেখেছি পথে যেতে তুলনাহীনারে॥

এ কথা কভু আর পারে না ঘুচিতে,

আছে সে নিখিলের মাধুরীরুচিতে।

এ কথা শিখানু যে আমার বীণারে,

গানেতে চিনালেম সে চির-চিনারে॥

সে কথা সুরে সুরে ছড়াব পিছনে

স্বপনফসলের বিছনে বিছনে।

মধুপগুঞ্জে সে লহরী তুলিবে,

কুকুমকুঞ্জে সে পবনে দুলিবে,

ঝরিবে শ্রাবণের বাদলসিচনে।

শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে

স্মরণবেদনার বরনে আঁকা সে।

চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে

ইমনে কেদারায় বেহাগে বাহারে॥

রাগ: কানাড়া-পিলু-খাম্বাজ-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ফাল্গুন, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ মার্চ, ১৯৩০
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
==========================================
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,

শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥

শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,

শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,

শুধু নব দুরাশায় আগে চ'লে যায়--

পিছে ফেলে যায় মিছে আশা ॥

অশেষ বাসনা লয়ে ভাঙা বল,

প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,

ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে,

ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা।

হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,

আধখানি কথা সাঙ্গ নাহি হয়,

লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে

শুধু আধখানি ভালোবাসা ॥

রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1299
রচনাকাল (খৃষ্টাব্দ): 1892
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
=========================================
শ্যামল ছায়া, নাইবা গেলে

শেষ বরষার ধারা ঢেলে॥

সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,

এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে॥

মলিন, তোমার মিলাবে লাজ--

শরৎ এসে পরাবে সাজ।

নবীন রবি উঠবে হাসি, বাজাবে মেঘ সোনার বাঁশি--

কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥

রাগ: ভৈরবী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
==============================================
পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি।

হৃদয়নদীর কূলে কূলে জাগে লহরী॥

পথ চেয়ে তাই একলা ঘাটে বিনা কাজে সময় কাটে,

পাল তুলে ওই আসে তোমার সুরেরই তরী॥

ব্যথা আমার কূল মানে না, বাধা মানে না।

পরান আমার ঘুম জানে না, জাগা জানে না।

মিলবে যে আজ অকুল-পানে তোমার গানে আমার গানে,

ভেসে যাবে রসের বানে আজ বিভাবরী॥

রাগ: কাফি-কানাড়া
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
=============================================
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!

ও চাঁদ, তোমায় দোলা--

কে দেবে কে দেবে তোমায় দোলা--

আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা॥

কেবল তোমার চোখের চাওয়ায় দোলা দিলে হাওয়ায় হাওয়ায়,

বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফানতোলা॥

আজ মানসের সরোবরে

কোন্‌ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে।

তোমার হাসির আভাস লেগে বিশ্ব-দোলন দোলার বেগে

উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা॥

রাগ: বসন্ত-বাহার-খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
========================================

1 comment:

  1. Best betting sites to make money – How to make money – Tips
    If you're an expert on หาเงินออนไลน์ sports betting or 샌즈카지노 an aspiring sports bettor, 카지노 then we've got you covered with a list of the top online betting sites to make money on.

    ReplyDelete